সময়ের গতি বেগে
কত পাতা ঝরে পড়ে।
আজ যে ছন্দ গড়ে,
কাল সে আগুনে পোড়ে।
2022 সালের 5 ই মে আমাদের আসরের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিভাশালী সদস্য কবি অচিন্ত্য সরকার অসময়ে ইহলোক এর মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। গত 17 ই মে আমরা বাংলা কবিতার কয়েকজন বন্ধু কবি'র বাসভবনে উনার শ্রাদ্ধানুষ্ঠানের দিন উপস্থিত হয়েছিলাম। বাংলা কবিতার লোগো সম্বলিত একটি বাঁধাই করা ছবি আমরা স্মারক স্বরূপ কবি'র পরিবারের হাতে তুলে দিই। যদিও এই ক্ষতি অপূরণীয়, তবু কবি'র পরিবারের সাথে দীর্ঘক্ষণ আমাদের আলাপ-আলোচনা ও সুখ দুঃখের ভাগ বাঁটোয়ারা হয়। আমাদের বয়োজ্যেষ্ঠ বিচক্ষণ কবিগণ উনার পুত্র-কন্যাকে অনেকগুলি সৎ পরামর্শ এবং সর্বদা পাশে থাকার আশ্বাস দেন। দরদী কবি সমীর প্রামানিক যেকোনো সমস্যায় সামনে থেকে সাহায্যের প্রস্তাবে আশ্বস্ত করেন।
উক্ত অনুষ্ঠানে বাংলা কবিতার পক্ষ থেকে উপস্থিত ছিলেন -
কবি চিত্তরঞ্জন সরকার
কবি বিভূতি দাস
কবি প্রণব লাল মজুমদার
কবি অসিত কুমার রায়
কবি সমীর প্রামানিক
বিশ্বজিৎ শাসমল।
এই কর্মসূচীর সম্পূর্ণ ব্যবস্থাপনায় ছিলেন আমাদের অতিসক্রিয় কবি সৌমেন বন্দোপাধ্যায়। জরুরী ব্যক্তিগত ব্যস্ততার কারণে উনি আমাদের সঙ্গ না দিতে পারলেও, নেপথ্যে প্রায় আগাগোড়া দায়িত্ব একা হাতের সামলেছেন।