ওরা তোমার মূর্তি ভেঙ্গে
ভাবছে দেবে মুছে,
জানেই নাকো, মুজিব পাবে
সবার মাঝে খুঁজে।

তবে কি ভাই কয়েক কোটি
খুন করতে পারো?
ভোর আকাশের সূর্য মুজিব
ভেঙ্গে কেমন মারো?

সন্ধ্যে নামে রাতের বেলা
লক্ষ তারা ফোটে,
সবাই কি আর দিনের নায়ক
মুজিব হয়ে ওঠে?

ইট পাথরের টুকরো ভেঙ্গে
দিচ্ছে কারে ফাঁকি,
গণভবন লোপাট করে
দেশ বাঁচাবে নাকি?