অত্যাচারীর শাপিত কবলে মৌমিতা
আরজি কর এর জানলা দরজা দেখলো তা
করলো না ওরা প্রতিবাদ
সাক্ষী দিল না তাও
আমার বাংলা গর্জে উঠেছে,
সত্যের পথ নাও।  
প্রতিবাদ হবে, ক্ষোভে বিক্ষোভে,
ফেটে যাবে দুই কান।
চোখের কাপড় সরিয়ে দোহাই
বাঁচাও আপন মান।
দুই পাঁচ দিনে মিলিয়ে যাবে না মৌমিতা
রোজ রাত দখলের দৃশ্য দেখবে কলকাতা।
অত্যাচারীর শাপিত কবলে মৌমিতা
আরজি কর এর জানলা দরজা দেখলো তা।

ওরা কোমর ভেঙেছে, যোনি ছিঁড়েছে,
মেরেছে ভবিষ্যতে
ওই তিলে তিলে দেওয়া নরক যাতনা
মুছবে না কোন মতে
ওই ইট পাথরের পরতে পরতে
রক্তের ঘ্রাণ মেলে
তুমি শাক দিয়ে মাছ ঢাকার নেশায়,
কত বিষ যাবে ঢেলে,
মোরা বিষের পরোয়া করি না
মোরা এত বিষ খেয়েও মরি না
শত বিষ ঢেলে নেভানো যাবে না এই চিতা
আর কতকাল বাংলা দাঁড়িয়ে দেখবে তা।
অত্যাচারীর শাপিত কবলে মৌমিতা
আরজি কর এর জানলা দরজা দেখলো তা।