আজব উপায় বলে মনিরুল বৈদ্য
জ্বর হলে ভোরে গেলো গোবরের সিদ্ধ
ফড়িঙের ঘি নাও আঁচ পরে কালিয়ে
রোজ যদি খেতে পারো যাবে বাত পালিয়ে।
মূলোর ছালকে বেটে রোদে নাও ফেটিয়ে
কাঁচা লঙ্কার কুচো দাও বেশ ছিটিয়ে
খাওয়া পরে জলে গুলে খাও ভরা পেটেতে
চাও যদি একমাসে বিশ কেজি হটাতে।
ছাগলের শিঙে নাও মধু-নুন মাখিয়ে
চেটেপুটে সাফ করো দুই কান ঢাকিয়ে
নিমগোলা জল খেয়ে শুয়ে যাও পেল্লায়
চকচকে দাঁত পেতে এর কোনো জুড়ি নাই।।