মাটির কদর বুঝছে যারা
আজকে তারাই বাঁচায় মাটি
মাটির সমুখ হাত বাড়ালে
খুলবো তোমার দাঁত কপাটি।
এই মাটিতে সোনার ফলন,
সোনার মাটি বলতে কি হয়?
সোনার মাটি লুট করতেই
আসছো তুমি, বলতে কি ভয়?
সাত পুরুষের রক্ত ঘামে
জমছে পলি মাটির স্তরে
উট বস্তির দস্যুগুলো
ফসল লুটে পালায় ঘরে।
মাটি আছে, আঙুল আছে,
মালিক আমি, প্রশ্ন করো?
আট পেটা খেয়ে দিন দুবেলা
বর্গী গুলোর কলস ভরো।
মাটির কদর বুঝছে নতুন
আলোয় মাখা তরুণ ছেলে,
বুঝছে মাটির মালিক বদল
হবেই লড়াই চালিয়ে গেলে।