"ষড়যন্ত্রের যাঁতাকলে
বাংলা ভাষায় ভরবে বলে
বিদ্বেষীদের চেষ্টা জোর,
গদির দখল রাখতে কোলে
দুষ্কৃতীদের সাবাস বলে
বঙ্গনেতা চেয়ার-চোর।
ভাষণ দিতে মঞ্চে উঠে
বাংলা নাহি গলায় ফুটে
মাতৃভাষার শোষণ হয়,
নেপোয় এলো নেপোয় গেল
বছর বছর দই গিললো
বাংলাভাষী অনাথ রয়।"