১.
বেল পাতা দিয়ে মহাদেব পুজো
আম পাতা দিয়ে ঘট।
শিরীষ তেঁতুল কুল জামরুল
চেয়ে রয় কটমট।

            ২.
এঁড়ে বাছুরের দামের  অঙ্ক
কসাই বলতে পারে,
তুমি হে বেহায়া, মুনাফার লোভে
ছুটলে গোয়ালা দ্বারে?

            ৩.
দিন আনে দিন খায়
দীননাথ চাঁদ রায়,
দিন যায়, রাত যায়
দিন নাহি বদলায়।

            ৪
"গেল গেল", রব উঠে,
"মন্দির গেল যে,"
বোঝে নি সে মন্দিরে
ভগবান এলো যে।।