অন্ধ ফকির বাংলা গানে ভিক্ষা করে চকে
আমরা বলি 'দিজ ইডিয়টস' কেমন ভাষায় বকে
আদুল চাষী কাস্তে হাতে তুললে বাউল বানী
শিক্ষিতরা অবাক চোখে "এ কোন গ্রহের প্রাণী"
দুর্গাপূজার ভাসান গানে বাংলা যদি বাজে
আল্ট্রা মডার্ন শহরবাসীর ব্যাঘাত ঘটে নাচে
হারিয়ে গেল ভাটিয়ালি, পুরানো একতারা
কান ফাটানো চিৎকারেতে বিলুপ্ত হয় তারা।
আসছে সময় বীর-বাঙালি ঘুম ভাঙ্গিয়ে ওঠো
রুচির গায়ে দীর্ঘ ক্ষত! প্রাণ বাঁচিয়ে ছোটো?
হারিয়ে মাটি, কাস্তে, লাঠি, চেতন, কলম, সুরে
মায়ের দাবি, মাটির দাবি, অসাড় হবে দূরে
দলবাজিতে হিংসা রোষে জমছে মুখে কাদা
তোমার হাতে জাতির লাটাই সামলে ধরো দাদা
বীরসিংহের বিদ্যাসাগর, জোড়াসাঁকোর রবি
হচ্ছে ধূসর ক্রমশ তার সাদাকালো ছবি।