একেকটি দিন করে ক্রমাগত আমাদের বার্ষিক অনুষ্ঠানের শুভ লগ্ন এগিয়ে আসছে। দখিনা হাওয়ায় দোলা দিতে দিতে দোদুল চালে আমরা লক্ষ্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। খাঁটি বাংলা কবিতার উৎসব  এবং উর্বশী সমুদ্র ভ্রমণের ব্যাকুল হাতছানি রোজ রোজ পাওয়া মুশকিল। সমুদ্র নগরীর নীলাভ পৃথিবীতে বাংলা কবিতা'র মিলন মেলা, সকল বোদ্ধা কবিদের মনে উত্তেজনা ভরে দিয়েছে।অনুষ্ঠান হলের ইলেকট্রিক মাইক্রোফোনে কবিদের বিধ্বংসী শব্দ, চেয়ারে অবস্থিত শ্রোতাদের অন্তরে সত্যি ছন্দের তুফান তুলবে। এক অবিস্মরণীয় ইতিহাস গড়তে আমরা অত্যন্ত মরিয়া।
14 ই আগস্ট 2022  সকলে মিলিত হচ্ছি দীঘার বালুকাময় সৈকতে। কবিতাপাঠ থেকে গানের কলি, সব'ই ফুটবে বাংলা কবিতা'র পুষ্প সজ্জিত মঞ্চে।
বাঁধভাঙ্গা আনন্দ এবং সৃষ্টি সুখের উল্লাস হবে নির্দিষ্ট লগ্নের মূলমন্ত্র।

    আসরের যে সকল সম্মানীয়/সম্মানীয়া কবি উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেছেন-
1/ বিভূতি দাস
2/ বিকাশ দাস (সস্ত্রীক)
3/ সৌমেন বন্দোপাধ্যায়
4/ বিশ্বজিৎ শাসমল
5/ রনজিৎ মাইতি
6/ সমীর প্রামানিক (সস্ত্রীক)
7/ পরিতোষ ভৌমিক
8/ যাদব চৌধুরী
9/ জয়শ্রী রায় মৈত্র
10/ দেবদাস মৈত্র
11/ সংহিতা (পরিবারসহ)
12/ আরফিনা নাজমিন মিলি (বাংলাদেশ)
13/ নায়ার সুলতানা লাবনী (বাংলাদেশ)
14/ ফরিদা পলি (পরিবার সহ) (বাংলাদেশ)
15/ সোহাগ আহমেদ (বাংলাদেশ)
16/ অপদার্থ
17/ জয়ন্ত বাগচী
18/ ফারহাদ আহমেদ (বাংলাদেশ)
19/ মোঃ সানারুল মোমিন
20/ গৌতম রায় (পরিবারসহ)
21/ জাকিরুল চৌধুরী (বাংলাদেশ)
22/ উদয় চক্রবর্তী
23/ সঞ্জয় কর্মকার
24/ প্রবীর দে
25/ মল্লিকা রায় ( বান্ধবীসহ)
26/ অজিতেশ নাগ
27/ আনসারুল ইসলাম
28/ সরদার আরিফ উদ্দিন (বাংলাদেশ)
29/ রীনা বিশ্বাস হাসি
30/ জাকির হোসেন বিপ্লব (বাংলাদেশ)
31/ পূজারী কুন্ডুয়াশিষ
32/ স্বপন বিশ্বাস
33/ অনন্ত গোস্বামী
34/ সুখেন্দু মাইতি
35/ সোমদেব চট্টোপাধ্যায়
36/ সৈকত পাল
37/ সঞ্জয় মাইতি
38/অরূপ গোস্বামী
39/ আর্যতীর্থ
40/ প্রবীর দে
41/ ফিরদৌসী আক্তার নদী (বাংলাদেশ)
42/ অসিত কুমার রায়
43/ শম্পা রায়
44/ শ্যামল কুণ্ড
45/ ফরিদ হাসান
46/
47/
48/
        
     বাকি সম্মানীয় কবিগণ যারা আসতে আগ্রহী, তারা নিচের কমেন্ট বক্সে আমাদের জানাবেন।
যেকোনো সমস্যায় অথবা বিশদ জিজ্ঞাসায় এই নাম্বারগুলোতে যোগাযোগ করুন।
বিভূতি দাস -               7980594629
সৌমেন বন্দোপাধ্যায় -     7003877516
বিকাশ দাস -                 6202042152
বিশ্বজিৎ শাসমল(স্থানীয়) - 9614233238

_____________________
*আগামী 14 আগষ্ট দীঘায় সাহিত্য সভা ও ভ্রমণের জন্য ফাইনাল খরচের হিসাব ও সম্ভাব্য অনুষ্ঠানসূচী দেওয়া হল:-*

আগ্রহী কবিগণের উদ্দেশ্যে জানাচ্ছি যে, আমাদের মধ্যে দীঘার নিকটবর্তী কবি বিশ্বজিৎ শাসমল অনুষ্ঠানের জন্য এলাকায় গিয়ে ফাইন্যাল হিসাব নেওয়ার পর যে খরচটা আমাদের সবার জন্য দাঁড়াচ্ছে, তা নিম্নরূপ:-

#বাংলা কবিতার সদস্য চাঁদা (হল ভাড়া, ব্যানার, সাজসজ্জা, সাউন্ড, মেমেন্টো, ব্যাজ্, সকালের টিফিন ও দুপুরের আহার সহ) 1100 টাকা (থাকবার ঘর ভাড়া ব্যতীত)।  সদস্যের সাথে অতিরিক্ত ব্যক্তি প্রতি জন 500টাকা।
ঘর ভাড়া বাবদ খরচ পড়বে:- (বাধ্যতামূলক নয়)
# ডরমেটরি 300 টাকা প্রতি জন
# বেডরুম (তিন জন) বাতানুকূল নয় - 1000 টাকা
# বেডরুম (তিন জন) বাতানুকূল  - 1300 টাকা।

*#Fund Transfer Details:-*
BISWAJIT SASMAL
A/c No. 40697952639
IFSC - SBIN0012453
Bank: State Bank Of India
M: 9614233238.

আমাদের সাহিত্য সভা অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আগ্রহী কবিগণ আপনাদের নিজ নিজ সদস্য চাঁদা আগামী 10 জুলাই এর মধ্যে কবি বিশ্বজিৎ শাসমলের  A/c-এ পাঠিয়ে, Screen Shot  নিয়ে তাকে জানিয়ে দেবেন তার ফোন নম্বরে। আপনাদের সহযোগিতায় অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়ে উঠবে আশা রাখছি। অনুষ্ঠানের  Fund received-এর তালিকা ধরেই আমরা ব্যবস্থা করবো - সে কারণে আপনারা সবাই যতটা সম্ভব  Fund  পাঠিয়ে অবগত করবেন।

*অনুষ্ঠানসূচী:-*
* সমবেত / একক উদ্বোধনী সংগীত
* বাংলা কবিতা ডটকমের প্রধান এডমিনের স্বাগত ভাষণ
* অতিথিগণের বরণ
* সকল কবিদের ব্যাজ্, মেমেন্টো ও পুষ্পস্তবক দিয়ে বরণ
* কবিতা পাঠ
* অতিথিদের বক্তব্য
* কবিতা আবৃত্তি
* সংগীত
* সাহিত্য আলোচনা
* বই প্রকাশ
* একক / সমবেত সমাপ্তি সংগীত।
(সকাল দশ'টা হতে বিকেল পাঁচ'টা পর্যন্ত।)

আপনাদের সুচিন্তিত মতামত ও সক্রিয় অংশগ্রহণ বাঞ্ছনীয়।

*সৌমেন বন্দ্যোপাধ্যায়*