কাল মেলা বসে যাবে মাঠে,
আমিত্ব যাবে হারিয়ে কোথায়
হাজার তারার হাটে।
আলো ঝলমলে ঝাড়বাতি গুলি
টিনটিন হতে ঠাকুরমার ঝুলি
সবই শুনেছে, তবুও শুনবে বলে.....
ওরা ভীষণ নীরবে জ্বলে।
খেয়ালের খেয়া মাঝি বিনে যাবে
হিসেব উঠবে লাটে,
কাল মেলা বসে যাবে মাঠে।
অরুণ বরুণ বুুধ, অদ্ভুত
ছন্দের ছবি এঁকে
শশী সুখতারা শনি বা অবনী
কত দিক যাবে রেখে।
শব্দের খেলা স্বপ্নের ধ্বনি
উদ্ধার হবে রত্নের খনি
'যুদ্ধের ডাক', 'শান্তির বাণী', ভেসে.....
শেষে কবিতা সাগরে মেশে।
শত দর্শন খন্ডিত হবে
দৃষ্টির হাঁড়িকাঠে,
কাল মেলা বসে যাবে মাঠে।।
"বাংলা কবিতা স্মারক"