"তামার পাত্র দেখার হয়নি সুযোগ,
তারে দাও সোনার চামচ, রুপোর বাটি!
দাঁতকপাটি খুলে পড়ার ভয়
আছে ভাই, সাবধানে।
না মানে,  যুক্তি পাইনা খুঁজে-
ভুলে যদি খুদের লালসায়, কামড় বসায়
চামচে সজোরে।
দায়ী হতে পারো,
যদিও লাগেনা গায়ে শূদ্রের শাপ।"

"ভুল কও সুশোভন,  
অঘটন ভাবিও না মোটে।
দাঁতের গতর মাপি হাতের আঙ্গুল চেপে,
রেখা দেখা বহুকাল গত।
কত শত ভাবি, দেখি জ্ঞানের পাহাড় খুঁড়ে
কাস্তেটা আজও অক্ষত।"