যারা অধিকার নিতে গিয়েছিল
তারা অধিকার ফিরে পেয়েছে?
যারা স্লোগানের গান গেয়েছিল
তারা সাম্যের গান গেয়েছে?
যারা যুদ্ধ করতে গিয়েছিল
তারা যখম হয়েছে হয়তো!
যারা পুলিশের লাঠি খেয়েছিল
তারা জনপ্রতিনিধি নয়তো।
হেথা অধিকার পাওয়া যায় না
তবে গদি পাওয়া যায় সত্যি
হেথা জমায়েত হয় দৈনিক
মেলা সুবিধাবাদীতে ভর্তি।

যারা রক্ষায় দায়বদ্ধ
তারা তোলাবাজ বলে চর্চা
আছে আইনের ধারা বৈকি
তাই ঘুষ নয়, লাগে খরচা
ভয়-ব্ল্যাকমেইলের কারবার
তোলা দিচ্ছে উভয় পক্ষ
শুধু সীট বেল্টেই চমকায়
নেই পেছনের সীটে লক্ষ্য।
কেউ চাকর সভার ভয়েতে
চোরা চাকরী বাঁচাতে ব্যস্ত
গড়ে চোর ডাকাতের ভোটেতে
দেশ মাফিয়া'র হাতে ন্যস্ত।

মেলা গিরগিটি দের মহলে
কেউ কার রঙ দেখে চিনছে?
ওরা ছাগলের দাম মিটিয়ে
হাটে কুকুরের লাশ কিনছে।
কেউ কীটনাশক এর ব্যাপারী
খাঁটি খাবার খুঁজছে খুঁটিয়ে!
কেউ বিষ খেতে খেতে বিষময়
বিষ গোটা বিশ খায় চুটিয়ে।
আমি নিজেকে আলাদা ভাবি না
আমি চোর ডাকাতের কাতারে
আমি আপন করেছি গোলামি
আমি আপন করেছি 'ভাতা' রে।