দুলতে থাকে বটের ছায়া খারাপ লাগে ঘাসে
শিশির ভেজা হলুদ পাতা কাঁপে শীতের মাসে।
শুরু'র মাঘে দুপুরবেলা চাইতে রবির তাপে
ইউনিয়নে ঘাসের পার্টি গাইছে অভিশাপে।
"শালিক ফিঙে কোকিল টিয়ে
ডগার ডালে লেজ ঝুলিয়ে
কেউ সারে প্রেম কেউবা বিয়ে,
মজার ছলে রয় সকলে
গণতন্ত্রে ঘাস ঠকিয়ে।"
পাপ পুণ্যের হিসেব হবে আশায় সর্বহারা
রবির ছটা সবার ভাগে, ঘাস ভাগে দায়সারা!
নিউমোনিয়ায় ধুঁকছে অসু, আকার গেছে টুটে
পাজি বটের বাটপারিতে, আকাশ গেছে লুটে।
চওড়া পাতা ছায়ার মালায়
হাড় কাঁপুনি শীতের জ্বালায়
সর্দি নাকে কানে তালা,
অধিকারের কারবারেতে
লড়াই নেহাত যাত্রাপালা।