কান টানলেই আসবে মাথা যদিও বেজায় সত্য কথা
কান বা মাথা! পাই না ফারাক, কোন বাগানে? কি বীজ পোঁতা?
কেউ জানে না ঘামের হদিশ, পান্তা ভাতে ডুবল নাকি?
দু পা খোঁড়া ফাজিল বলদ, রাজার চোখে দিচ্ছে ফাঁকি?
কেউ বলছে 'মকান' দেবে, কেউ বলছে 'রেশন-পানি'
কেউ বলে না তোমার টাকায় দিচ্ছি তোমায় অল্প খানি
"ঘোলের স্বাদে মন ভরে কি?" বিন্দু বাবুর সিন্ধু দাবি
কেলেঙ্কারির কেচ্ছা হদিস, কুলুপ হাজার নাইকো চাবি।
মুখ ঢেকেছে পত্রিকাতে প্রথম পাতার বিজ্ঞাপনে
সত্যিকারের খবরগুলো লুকায় ভেতর দু-এক কোনে
সবাই বেচে নিজের মুখোশ, বেচছে ঈমান, লোভের কাছে
ভোজন রসিক ভোঁদড় গুলো মঞ্চে উঠে খ্যামটা নাচে
আদুল শিশু উলঙ্গ বাপ দুয়েই সমান করলো জ্যাঠা
শেওড়া গাছে মামদো ঝোলে, শহর জুড়ে চোকাই ল্যাঠা
আল ভেঙেছে, খাল কেটেছে, এখন তাদের যায়না দেখা
আমার ছাগল হচ্ছে চুরি, আমার পেটে বড্ড ঠ্যাকা।