টাকার ঘোরে যায় না খোঁজা
মাথার গভীর ক্ষত
চশমা পরে যায় না বোঝা
প্রেস-এর মূল্য কত,

অহংবোধের নর্দমাতে
ডুবেই কৃতি দিদি
ভাবলে অবাক সত্যি তিনি
জনপ্রতিনিধি!

( সাংবাদিকতাকে দু'পয়সার প্রেস বলে। একজন উচ্চশিক্ষিত বাঙালির এমন ধারার সংস্কৃতিকে ধিক্কার জানাই।)