ভারত মায়ের চোখের জল
রক্তে ভিজেছে আঁচল
দেখছি চোখে ভুগছে মা যে
কেমন করে পালাই বল,
মুছতে হবে চোখের জল
আয়রে ছুটে জোয়ান দল।
বল না ওদের তৈরি থাক
আসছি নতুন আলোর ঝাঁক
অত্যাচারীর দিন ফুরালো
বাঁচতে হলে পালিয়ে যাক।
ভুগবে ওরা পাপের ফল
আয়রে ছুটে জোয়ান দল।
ভর্তি পেটে ঘুষের তেল
এই শালাদের হবেই জেল
চড় থাপ্পড় জুটবে দাঁড়াও
ফাটবে মাথায় পুষ্ট বেল।
ভাঙতে চোরের আস্তাবল
আয়রে ছুটে জোয়ান দল।
সৎ এর লাশে অসৎ বাঁচে
মরছে শত দেশের ধন
বিদ্যে বোঝাই বাবুমশাই
ডাঙ্গায় থাকেন সারাক্ষণ।
মানুষগুলো দাবার গুটি
রাজায় রাজায় যুদ্ধ হয়
হারতে হবে আর এক রাজায়
গড়তে আরেক রাজার জয়।
কাস্তে ছেড়ে কুঠার ধরে
ভাবছে ওরা রাজার খাস
মিললে গদি হেলিয়ে পাছা
ডাকবে রাজাই সর্বনাশ।
ভারত মায়ের চোখের জল
রক্তে ভিজেছে আঁচল।