বন্দেভারত, বন্দে ভারত,
বাংলা ভাষায় বিরাগ কেন?
আমার মাটি, আমার ভাষা,
ভারত দেশে ব্রাত্য হেন?
আমার বনিক, আমার কুলি,
আমার মানুষ, কানায় কানায়।
ফর্সা কোচে, স্পিকার গলায়,
ভিন্ন ভাষা বাধ্য মানায়?
সকাল হতে সন্ধ্যা গড়ায়,
মায়ের ভাষা শুনবো বলে
আমার আবেগ, ইচ্ছে, আশা,
পিষছো আপন চরণ তলে?
বাংলা ভাষায় জগত দেখি,
বাংলা ভাষায় স্বপ্ন বুনি,
বাংলা ভাষার হত্যা বিচার,
কোন অজুহাত গাইবে শুনি?
বাংলা মানে রবীন্দ্রনাথ,
নজরুলেও দিচ্ছ ফাঁকি
সত্যজিতের টিপছো গলা,
ধ্বংস ছুঁতে অল্প বাকি।
সবুজ পাতায় পুবের হাওয়া,
বলছি মশাই তৈরি থাকো
বাংলা যদি ঘোমটা নামায়,
রেহাই তোমার রইবে নাকো।