হিংসুটে করোনার দোর্দণ্ডপ্রতাপ প্রভাব কাটিয়ে গুটিগুটি পায়ে আমরা মোটামুটি একটি স্থিতিশীল জায়গায় উপনীত হয়েছি। এই দীর্ঘ সময়ে নিজেদের মধ্যে খুনসুটি হয়েছে, আড্ডা হয়েছে, আলাপ হয়েছে। ভার্চুয়াল বা অন্যান্য মাধ্যমে যতটা সম্ভব যোগাযোগ স্থাপনের প্রায় সকল সক্রিয় কবিবন্ধু চেষ্টা করে গেছেন। কিন্তু প্রিয় বন্ধুদের মধ্যে সরাসরি সাক্ষাতের খাঁটি রসের লোভ টুকু সংবরণ করা চাট্টিখানি কথা নয়। এতদিন অতিমারির প্রচন্ডতায় আমাদের সকলের অতিপ্রিয় বার্ষিক সম্মেলন গুলি ক্রমাগত ভেস্তে গেছে। এপ্রিল আসতেই আবার মন চনমনে হয়ে উঠলো। সৌমেন দা, সমীর দা, অনন্ত দা দের অক্লান্ত পরিশ্রমে সাজানো অনুষ্ঠান সূচির অতীত স্মৃতিগুলি ভেতরে বাষ্পায়িত হচ্ছে। অন্তরের মনিকোঠায় জমে থাকা সুপ্ত বীজ আশার ফাগুনে কয়েকদিন ধরে বেশ ডালপালা বিস্তার করে যাচ্ছে।
প্রতীক্ষায় আছি। আশা করি বার্ষিক সম্মেলন নিয়ে বরিষ্ঠ দের কাছে ইতিবাচক ইঙ্গিত পাবো। সেই শুভক্ষণ আসতে নিশ্চয়ই খুব বেশি দেরি নেই।