রক্তস্নাত আন্দোলনের দগদগে গৌরবে
জাতির জীবনে অবিস্মরণীয় চিরভাস্বর রবে
মাতৃভাষার মর্যাদা তরে লৌহ দিয়েছে ঢেলে
শৃংখল ভেঙ্গে বর্ণমালায় আজাদ করবে বলে
বর্বোরোচিত গুলিবর্ষণে মাটিতে লুটায় প্রাণে
বুলেটের ঝড় হটাতে পারেনি আবেগী আন্দোলনে
তিন ঘন্টার অত্যাচারেও ময়দানে ওরা খাড়া
সংগ্রাম আদি সূচনার সেথায়, বঙ্গ হৃদয়ে নাড়া।

রাষ্ট্রের ভাষা বাংলা দাবিতে হাসপাতালে মাঠে
সালাম, রফিক, আবুল রক্ত বাংলা ধুলায় লোটে
খুলি উড়িয়েও নেভাতে পারেনি দীপ্ত প্রদীপ শিখা
বাংলাদেশের লাল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা
চির প্রেরণার প্রতীক হয়েছে একুশে ফেব্রুয়ারি
বীরত্ব তার মেটাতে পারেনি রক্তের কারবারি
জাতির জন্য মায়ের জন্য শহীদের বলিদানে
বাংলা রেখেছে রন্ধ্রে রন্ধ্রে প্রভাতফেরীর গানে।