দম দম দম দম দামামা বাজছে চরে
ওই বুঝি আসে আজাদ ফৌজ, বাংলার ঘরে ঘরে
ওঠো হে লক্ষ্মী প্রদীপ জ্বালাও বাজাও শঙ্খ ধ্বনি
আজ সূর্যের নতুন আলোকে হাসিছে মা জননী।
কত কল্পনা জল্পনা গুলো বাস্তবে আজ মেশে
কত রক্তের বন্যা গিয়েছে, গঙ্গার জলে ভেসে
কতশত ভাই অন্নের খোঁজে গলায় দিয়েছে দড়ি
সব হিসাব হবে, আসছে সুভাষ, খাড়া হও তড়িঘড়ি।
দম দম দম দম দামামা বাজছে চরে
ওই বুঝি আসে আজাদ ফৌজ, বাংলার ঘরে ঘরে।
রাইফেল নাই, বাঁশ তো রয়েছে, রয়েছে কুড়ুল, বঁটি
তাই নিয়ে চলো বীর বিক্রমে যুদ্ধের মাঠে ছুটি
রক্ত বদল বাঁচলে আগামী, রক্ত বইয়ে দেবো
অত্যাচারীর পাঁজর গুঁড়িয়ে স্বাধীনতা কেড়ে নেবো।
দম দম দম দম দামামা বাজছে চরে
ওই বুঝি আসে আজাদ ফৌজ, বাংলার ঘরে ঘরে।
সখা, তিনরঙা পতাকা উড়ছে শহীদ স্বরাজ দ্বীপে
বাংলায় কবে বাস্তব হয়, চেয়ে আছি উদগ্রীবে
চাবুক, পেয়াদা, বন্দুক, গুলি কিছুতেই নাই ভয়
আঁধার ঘুচবে, আসলে সুভাষ, নিশ্চিত হবে জয়।
দম দম দম দম দামামা বাজছে চরে
ওই বুঝি আসে আজাদ ফৌজ, বাংলার ঘরে ঘরে।
শাসকের বুকে কাঁপন ধরেছে 'দিল্লি চলো'র ডাকে
লুঠত রাজের আঙুল ভেঙেছে পড়েছে দুর্বিপাকে
বিগ্রহ জাগে হুংকার আসে শ্লোগানের তালে তালে
সজোরে কষিয়ে থাপ্পর দেবো স্বৈরাচারের গালে।
দম দম দম দম দামামা বাজছে চরে
ওই বুঝি আসে আজাদ ফৌজ, বাংলার ঘরে ঘরে।
হীনমন্যতা ছাড়ো হে বন্ধু মাটির কষ্ট বোঝো
দামোদর তীরে সাঁঝে একেলায় স্রোতের কান্না খোঁজো
চেয়ে দেখো ওই, ভগ্ন বাগিচা মেলেছে সবুজ ডানা
সুনীল আকাশে পাখনা মেলাতে আমাদের নেই মানা।
দম দম দম দম দামামা বাজছে চরে
ওই বুঝি আসে আজাদ ফৌজ, বাংলার ঘরে ঘরে।