বাধায় মাড়িয়ে হৃদয় নাড়িয়ে
বয়ে চলে সুখ দুখে
কত জলকণা গড়ায় মোহনা
সাগরের সম্মুখে
উৎস তাহার কয়েক হাজার
বহু দেশ হতে আসে
ইচ্ছে আবেগ জাগতিক বেগ
স্রোত দোলনায় ভাসে।
আমরা কবি/অকবি বিভিন্ন প্রান্ত হতে প্রত্যেকে নিজের আবেগের ডালি বহুদিন ধরে 'বাংলা কবিতা' ওয়েবসাইটে উন্মোচন করছি। সুখ, দুঃখ, ভালবাসা, বেদনা ভাগ করতে করতে কখন যে এক গভীর আত্মীয়তার দড়ি বেঁধে গিয়েছে আমরা নিজেরাও জানিনা। আজ আমাদের আসর সবচেয়ে সমৃদ্ধ। তার প্রধান কারন এক কবির প্রতি আর এক কবির আগ্রহ ও ভালবাসার কারনে।
এই আসরের আরও একটি সুন্দর পদক্ষেপ ছিল 'আলোর মিছিল' নামে মহামূল্যবান সাহিত্য পত্রিকা।
অনিরুদ্ধ বুলবুল সাহেবের তত্ত্বাবধানে যা এক রত্নখচিত সম্পদে গড়েছিল।কয়েক পাতার সংখ্যায় সীমানা ছাড়িয়ে এপার ওপার বাংলার একাকার সমারোহ ঘটতো।
কিন্তু বিগত সংকলনের পর হতে আর কোনো খবর খুঁজে পাচ্ছি না।আসরের অনেক কবি 'আলোর মিছিল'এর জন্য অপেক্ষায় রয়েছেন। আশা করি, শীঘ্রই মিলন পত্রিকা সংক্রান্ত সুখবর পাবো।
বাংলা কবিতার সাফল্য অগ্রগামী হোক।।