তুমি আমার জীবন মরণ
সাঈদুর রহমান লিটন

স্বপ্নগুলো প্রাণ পেয়ে যায় তোমার দেখা পেলে,
ইচ্ছাগুলো ভেসে ওঠে তোমার কাছে গেলে।
ভালো লাগার গল্পগুলো তোমার ছোঁয়ায় হাসে,
সামনে আসা দিনগুলোতে রবো তোমার পাশে।

আমার বাগে ফুলগুলো সব তোমার জন্য ফুটে,
তলায় পড়া ফুলগুলো তাই পুষ্প মালায় জুটে।
গলায় দিয়ে ফুলের মালা যখন তুমি আসো,
হৃদয় আমায় ডাক দিয়ে যায়, তুমি ভালোবাসো।

বুকের মাঝে বসত করে স্বপ্ন সুখের বাসা,
তোমার পানে চেয়ে চেয়ে মিটাই মনের আশা।
দুঃখগুলো সুখ হয়ে যায়, দেখলে পরে হাসি,
জীবন জীবন থাকবো আমি তোমার পাশাপাশি।

তোমার রূপে মুগ্ধ হয়ে স্বপ্ন দেখি চোখে
মোহ মায়া এতই প্রবল পাগল বলে লোকে।
চলতে বলতে রোজ খুঁজে যাই তোমার একটু ছোঁয়া,
অবহেলার জীবন খানি তোমার গন্ধে ধোয়া।

তুমি হলে জীবন, মরণ, দুঃখ, সুখের দোলা
তোমার পানে দৃষ্টি গেলে হই যে আত্মভোলা।
ইচ্ছা হলো তোমার সাথে পায়ে পায়ে চলা
ঘটে যাওয়া সকল কিছু খোলা দিলে বলা।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১