বুঝবে যখন
সাঈদুর রহমান লিটন

পরের জমি যাচ্ছ চষে
নিজের জমি রাখো পতিত,
একলা বসে কাঁদতে হবে
পড়বে যখন মনে অতীত।
নিজের  মাকে দূরে ঠেলে
পরের মাকে করো আপন,
চোখের জলে বুক ভিজাবে
কষ্টে কাটবে জীবন যাপন।
অবহেলায় অনাদরে
দাঁত গুলো আজ করছো নষ্ট
বয়স যখন ভাটি হবে
বুঝবে তখন খাওয়ার কষ্ট।
আসল কর্ম ফেলে রেখে
করে বেড়াও বাজে কর্ম,
পলে পলে বুঝবে তুমি
সময় গেলে তার কি মর্ম?

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০৮৪২৫১৩৭১১