উন্মাদ কথা
সাঈদুর রহমান লিটন

আমি কোন এক প্রিয় জনকে বলেছিলাম, আমি মনে হয় উন্মাদ হয়ে যাচ্ছি,
তারপর এক যুগ গত হলো  
এই সেদিন মৃদু হেসে সে বলল এখনো তুমি এ সমাজে আছ?
বলেছিলাম এ সমাজের অপরাধ!
উন্মাদ ব্যক্তি সমাজে গ্রহন যোগ্য নয়।
ভুলে যাওয়ার কথা নয়,
মসকরা কথা কি আর মাথায় থাকে!
যেখানে হাজার হাজার জনতার মিছিলে অবিরাম গুলি মনে নেই, শিক্ষকের সামান্য বেতনের দাবিতে মরিচের গুড়া মানুষ মনে রাখে নাই
জনতার মঞ্চের সেই জোড়ালো আন্দোলন এখন সেই তীব্রতা নাই।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪৫১৩৭১১