হাজারো প্রশ্ন মনের ভিতর
সাঈদুর রহমান লিটন

মুক্তিযুদ্ধের চোয়ান্ন বছর পর
যারা চাকুরী করবে
তারা কে রাজাকার কে মুক্তিযোদ্ধা!
কেন এত বাদ বিচার?
তারা কেউ যুদ্ধ করেনি, যুদ্ধের বিরোধিতা করেনি!
তবে কেন কোটা?
সহজে কেন  হতে হবে বৈতরণি পার!
কিসের ইঙ্গিত শোনা যায় কান পাতলে!
কেন রক্তের মিছিল বিশ্ববিদ্যালয়ে?
কেন বন্য পশুর মত হামলা হয়?
কেন ছাত্রের হাতে উগ্রতার লাঠি?
কেন অস্ত্রের ঝনঝনানি শোনা যায়?
কেন  উসকে দেওয়া হয় একটি ছাত্র দলকে
তারাই কোটা বিরোধীদের জন্য যথেষ্ঠ?
কেন এই লক্ষ লক্ষ ছাত্র ছাত্রীদের আলাদা ভাবা হয়?
কেন স্বাধীন ভাবে আন্দোলন করতে দেওয়া হয়না?
কেন বুঝতে পারছে না কোটায় পুরো জাতীর বৈষম্য হচ্ছে?
কেন আগবাড়িয়ে তাদের কেই সুবিধা দিতেই হবে? নাতি নাতনিরা কি যুদ্ধ করেছে?
নাকি কোন কোন নাতি নাতনিরা রাজাকার ছিল?
কোটা নিয়ে কি একটু ভাবার সময় নাই?
একগুঁয়েমি কি কোটার ব্যাপারে শিথিল করা যায়না?
সব ছাত্র ছাত্রীদের কে কি এক ভাবা যায় না?
ইচ্ছা করলেই যায়,
মনের ইগোটা সহজ করলেই যায়
মনের হিংসা দ্বেষ কুরবানি করলেই যায়।
সকল প্রশ্নের উত্তর জানা নাই।
জানিনা কোন দিকে যাচ্ছে দেশ?

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১