সুবাতাস বয়ে যায়
সাঈদুর রহমান লিটন

সুবাতাস বয়ে যায়
শরীরে মননে,  চিন্তায়, চেতনায়
চলা ফেরায়,  আচরণে।
উপলব্ধি হয়, দেখা যায়, অনুভব করা যায়।
ইশারা ইঙ্গিতে, সুবাতাস দেখি,
অনুবাদ শুনি সুবাতাস আসছে।
স্রোতের মতো, স্রোতের অনুকুলে, প্রতিকুলে
ঝড়ের বেগে।
ভালোর জন্যই হবে।
বিশ্বাস করি,  ভাবি, স্বপ্ন দেখি।
বারবার দেখি, দেখেই চলছি নিরন্তর।
প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে, কণায় কণায়
বাতাস বয়ে যায়।
অনন্তকাল যেতে থাক।


গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১