সুখের গ্রহণ
সাঈদুর রহমান লিটন

অজান্তেই সুখ উড়ে যায়
হাঁটি হাঁটি পা পা করে, অথবা খুঁড়িয়ে
অথবা দৌড়িয়ে।
বুঝতেই পারা যায় না কবে সুখে গ্রহণ লাগে,
সুখ একবার তলিয়ে যায় আঁধারে।
গ্রহণ আর কাটেনা, আলো আর আসেনা ধরায়,
সুখের গ্রহণ বড়ই দীর্ঘ সময়।
আঁধারে নিমজ্জিত থাকে অস্থির জীবন।
ঘরে বাইরে, হাঁটে বাজারে সুখ কাঁদতে থাকে।
মনে, শরীরে সব জায়গায় গ্রহণ লেগে যায়,
গ্রহণ লাগে প্রিয়জনের কথাবার্তায়।
সুখ বড়ই বিচিত্রময় চলে গেলেও চোখ চিকচিক করে
সুখ হঠাৎ ফিরে এলেও চিকচিক করে।
তবুও সবাই আমরা সুখের পিছনেই ছুটি।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১