শ্রাবণ দিনে শাপলা -পদ্ম
সাঈদুর রহমান লিটন
শ্রাবণ দিনে বিলে ঝিলে
শাপলা- পদ্ম হাসে,
উপচে' পড়া বিলের মাঝে
লাফদে' ওঠে মাছে।
নৌকা চলে ঢেউয়ের তালে
ধানের পাতার মাঝে,
সবুজ রঙের ধানের পাতা
খসখসিয়ে বাজে।
তারই মাঝে মাছ শিকারী
জাল পেতে যায় নিজে,
মাঝে মাঝে বৃষ্টি আসে
সেই বৃষ্টিতে ভিজে।
কচুরিপানা সাঁতার কাটে
সবুজ রঙের দোলা,
মাঠের পাশে দাঁড়াও যদি
যাবে না তা ভোলা।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১