শ্রাবণ মাসের বন্যা
সাঈদুর রহমান লিটন

শ্রাবন দিনে বন্যা এলো যাচ্ছে ডুবে বাড়ি,
পানির তলে পড়ে মানুষ করছে আহাজারি।
যেথায় দেখি শুধুই পানি সকলি যায় ভেসে,
ক্ষুধা এখন নিত্য সঙি বন্যা এলো দেশে।
কষ্টে বোনা ফসল গুলো যাচ্ছে ডুবে বানে,
কেমন করে বাঁচবে লোকে কেবা এখন জানে?
পথের মাঝে  কোমর পানি নদী ভাঙন সাথে,
খুব যে বেশি বৃষ্টি নামে শ্রাবন মাসে রাতে।
সকল প্রাণী যাচ্ছে মরে কমছে নাতো পানি,
মৃত্যু এসে দোর গোরাতে করছে কানাকানি।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১