রক্তের স্পন্দন কান পেতে শোনো
সাঈদুর রহমান লিটন

অদ্ভুদ আঁধারে তুমি হেঁটে চলো, হেঁটে যেতে থাকো,
আমার চোখ সেই আঁধারে তোমাকে অনুসরণ করে
তোমাকে চলতে দেখে তুমি হেঁটে যাচ্ছ,
বন গোলাপের গাছ মারিয়ে, জোনাকির আলোয়।
গোলাপের তীব্র ঘ্রাণ আর তোমার মাদকীয় সৌরভ
ঠিকই পথ চিনিয়ে দেয়, কষ্ট হয় না একদন্ড।
চাঁদ ডুবে যাওয়া আকাশে আলোর আভাস
ভুলেই গিয়েছিলাম তুমি হেঁটেই যাচ্ছ পৃথিবীর পর।
সেই পৃথিবীতে চাঁদের প্রয়োজন নেই আর।
তোমার লাবন্য চাঁদের আলোর প্রতিচ্ছায়া
যেখানে সাঁতার কাটে অনন্ত প্রকৃতি জুড়ে।
তোমার পায়ের লালরঙা আলতা দিক চিনিয়ে দেয় গন্তব্যের।
এই চোখে আগুন  ধরে যায় অন্ধকারে
এই চোখ পুড়তে থাকে অনন্ত রাত্রি
এই চোখ তোমাকে হারায় আজীবন।
পথঘাট, পাহাড় পর্বত যতই পাড় হয়ে যাও
এ চোখ ছুটতে থাকে তোমার আলোয় বিকিরণ হয়ে,
তোমার পিছু পিছু, তোমায় ছায়ায় ছায়ায়।
আমার রক্তের স্পন্দন কান পেতে শুনে শুনে হেঁটো
এক বিষাদীয় লিরিক হতে থাকে রক্তের ভিতর,
তোমার চলার ছন্দ কপি করে বাজতে থাকে নিরন্তর।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১