পানি লাগবে পানি, পিপাসা মিটানো পাখি
সাঈদুর রহমান লিটন

বিবেক আমি অনেক আগেই খেয়েছি
আমার বলতে আমাকেই বুঝি,
কিঞ্চিত অন্য কারো নয়।
আমি ব্যাংক খেয়েছি অনেক আগেই,
ঋণ খেলাপি আমার চেয়ে বড় আর কে?
আমি ক্ষমতা পাগল মানুষ,
আমার জন্য হীরক খচিত চেয়ার সর্বোত্র।
মানবতা বিসর্জন দিয়েছি চোখের জলে
রক্তের খেলায় মেতেছি রোজ ক্ষুধায়
চেতনায় মেরে দেই গুলি
পানি লাগবে পানি, পিপাসা মিটানো পাখি
তার কপাল করি বুলেটে ঝাঁঝরা।
আবু সাঈদের বুকের জমিন
রক্ত সেঁচে নিয়েছি প্রাণ,
হাজারো প্রাণের দায় করি অস্বীকার,
আমি মিথ্যা বলে যাই বর্ণনাতীত।
এই দেশটা অন্য কারো নয়, আমারই দাবি করি।
স্বাধীনতা এনেছিলাম রক্তদিয়ে ।
আমার দেশ, গর্ব তো আমারই,
আমি ছাড়া এই দেশের আর সব ভৃত্য।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
পোঃ ব্যাসদী গাজনা উপজেলাঃ মধুখালী
জেলাঃ ফরিদপুর, ০১৮৪২৫১৩৭১১