নদীর মত চলি
সাঈদুর রহমান লিটন
নদীর মত চলি ঝরনার মত গাই,
সুধা পান করে অনেকেই খবর নেয় না আর!
পাখির মত উড়ে বেড়াই আকাশে আকাশে, হাওরে- বাওরে।
সুযোগ পেলে চলে রাইফেল, রক্তাক্ত হয় সৌন্দর্যময় পৃথিবী।
তৃপ্তির ঢেকুরের শব্দ শুনি দুপুর কিংবা রাতের ভোজন শেষে।
মাংসাশী আমরা বড় বেশি, বোধ বিবেচনাহীন,
সুবোধ বালকের মত উপাধি দিয়ে দিই বাঘ, সিংহ, হায়েনার। তবুও......
নদীর মত চলি, বাঁকে বাঁকে থামি, পথ চলি বিশ্রামে , আনন্দে ।
থেমে থেমে চলি, নগর-বন্দরে -গঞ্জে, পাখির মত উড়ি।
ঘুরে- ঘুরে, শূন্যে - শূন্যে,অসীমের মাঝে হারিয়ে যাই কেবল,
হারানোর প্রয়োজনে,নির্লজ্জতা ঢাকতে চেতনার আড়ালে.....।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১