নদী ভাঙ্গন বুক ভাঙ্গন
সাঈদুর রহমান লিটন

মনে ঢেউ শত বেদনার ঢেউ
ঢেউ এ ভাঙ্গে ঘর,
নদী শুধু ভাঙ্গে না সব
আপন মানুষ হয় পর।

পুড়া মনে পুড়ে কেবল
অন্তর তোলপাড়,
বাড়ি পুড়লে মাটি থাকে
নদী ভাঙ্গনে ছারখার।

ভাঙ্গলে নদী, পাড় ভাঙ্গে না
ভাঙ্গে ঘরবাড়ি,
অন্তর ও ভেঙ্গে যায় আর
বুকে মারে ছুড়ি।

ঘর ভেঙ্গেছে পদ্মা নদী
বুক ভেঙ্গেছে নারী,
রাস্তা ঘাটে থাকতে হয়
পদ্মা পাড়ে বাড়ি।

জাগবে চর এমন লোভে
বছর বছর থাকি,
চর জাগে না সে ফিরে না
আর কয় টা দিন বাকি।


গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১