আমার মা
সাঈদুর রহমান লিটন

আমার মা, আদরে সোহাগে ভালবাসা,
অঙ্গে অঙ্গে, সারা শরীরে ঠাঁসা ঠাঁসা।
ঘুমের পরে, নয়ত ঘুমের ঘোরে তুমি মা,
চোখের তারায় মনের আয়নায় নাই তুলনা।
নাই, কেউ নাই, বুঝবার, সইবার কেউ নাই,
ভাবি বুঝি, তুমি আছ বুকে আমার সর্বদাই।
ক্ষুধা লাগলে, না বললে ও অন্তর তোমার জাগে,
কোথায় ও আমার কষ্ট হলে তুমি জানো আগে।
কি ধাতুতে গড়েছে তোমায় আল্লাহ রহমান,
কি দয়াময় তুমি মাগো আসমান জমিন সমান।
তোমার কোলের, তোমার আঁচলের গন্ধ যখন পাই
কি নেশায় বুঁদ হই যে মা তোমার জুড়ি নাই।
জ্বরের সময় না ঘুমিয়ে রাত্রি জাগো মা,
কী যে কষ্ট করেছ মা হয় না তুল না!
রাতের বেলা প্রসাব করলে কাপড় গেছে ভিজে,
আমায় তুমি শুকনো রেখে ভিজে থেকেছো নিজে।
খেলা শেষে বাড়ি ফিরলে ঘাম মুছিয়ে দাও তুমি,
তুমি শুধু মা নও,  আমার পুরো জন্ম ভূমি।
সেই যে তুমি, চলে গেলে আমায় একা ফেলে,
সদা তোমায় মনে পড়ে একলা কভু হলে।
বুকের পাঁজর ভেঙ্গে আসে মনে পাই না
বল,
তোমার ছাড়া ব্যথার সাগর বুক ভরা জল।


গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৭৩২৩৩৬৭৪৪