মরা কুমার নদী
সাঈদুর রহমান লিটন
কুল কুলিয়ে গেছে বইয়ে
মরা কুমার নদী,
এই নদীতে সারা বছর
পানি থাকতো যদি
ইচ্ছে মতো সাঁতার কাটতাম
লাগতো খুবই ভালো,
কুমার নদীর শীতল জলে
পড়তো সূর্যের আলো।
ধুইতো সবাই পাটের আঁশ
আমার দেশের চাষী,
নদী পাড়ের মানুষ গুলো
থাকতো পাশাপাশি।
জাল পাতিতো মাছের জন্য
রাখতো ধরে হাঁড়ি,
টাকি, টাংরা, পুঁটি ধরে
ফিরতো সবাই বাড়ি।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১