মায়াবী সর্বনাশী
সাঈদুর রহমান লিটন

কি এক মায়ায় ধরেছিলাম তোমার হাত
এ হাত নয় যেন ভয়ংকর অন্ধকার রাত।
কি যাদু ছিল তোমার সকল  রুপে রুপে!
কত দিন গিয়েছি  সেথায় চুপে চুপে।
ভাল লাগে না ওগো একদিনও তোমায় না দেখলে,
মধুময় লাগে সারাক্ষন তুমি কাছে থাকলে।
নেশায় নেশায় টানে আমায়, তোমার সুরভী,
তোমার রূপ লাবন্য যেন ফুটে থাকা করবী।
হাতে হাত রেখে কেবলি নিয়েছি সুঘ্রাণ
চোখের আড়াল হলে মন করে আনচান।
কি পাগল করেছ হে সর্বগ্রাসী মায়াবী!
চোখের তারায় ঘুমে- ঘোরে তোমারি ছবি।
কি সুখ লাগত এমন তোমার পরশ পেলে,
স্বর্গ স্বর্গ লাগত তোমায় কাছে গেলে।
কি সর্বনাশ করেছ তিলে তিলে পলে পলে!
চিন্তা করি ভাল হত আগের জীবন হলে,
মর্মে মর্মে বুঝি আজ কতটা ক্ষতি করে গেলে।
চোখ ঢুলু ঢুলু চোখে সদা ঘুম
দিনরাত সবসময় রাত্রি নিঝুম।
বেদনার ঘোরে নেশায় কাতর চোখ দুটি লাল,
দয়া কর,  ভাল থাকতে চাই অনন্ত কাল।
আশায় বাঁধি বুক সুখে থাকব আগামী বারো মাস,
সব নিয়েছ ছলনা করে মায়াবী সর্বনাশ।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১