লোকটির শীত এলে নায়না
সাঈদুর রহমান লিটন

লোকটি শীতের দিনে নায়না
শীতের ভয়ে ভালো করে খায়না।
অফিসে ঠিক মতো যায়না।

লোকটি নড়েচড়ে হাঁটেনা,
চুল দাঁড়ি ঠিক মত কাটেনা,
ঢুস ঢাস মারলেও ফাঁটেনা।

লোকটি কথা ভালো কয়না,
শীতে তার ভালো মতো সয়না
ঘরের বাইরে শীত কালে রয়না।

শীতের ভয়ে ঠিক ঠাক চায়না
গায়ে তার গন্ধ ঠিক যেন হায়না,
তার পাশে কোন লোক যায়না।

চুপচাপ বসে থাকে একলা
গাল বেয়ে লাল পড়ে ভ্যাগলা।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১