কৃষকের চোখে রোদন
সাঈদুর রহমান লিটন
বিকালের রোদে আমার বাংলাদেশ,
সবুজের কথা কয়,
শেফালী হাসে রাতের আশায়,
সুগন্ধি বিলায় সকলের মাঝে।
আমার কৃষক, আমার বাংলাদেশ
মাঝে মাঝে আঁতকে ওঠে,
দেশটা হয়ে যায় বন্যার, কখনো ঝড়ের,
ভরা ক্ষেতে অশনিসংকেত!
ফসল না ফললে খাবে কি?
টিকে থাকার অমোঘ বাসনায়
ছিঁড়ে খাবে মানচিত্র!
শক্ত হাতে শনি ভর করবে,
ভরা ধানে গরু দিয়ে মই দেওয়া।
কৃষকের চোখে রোদন,
শেফালী হাসে না, সবুজে কথা বলে না
সুগন্ধি ছড়ায় না ফুলে।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১