কোটা অনুভূতি
সাঈদুর রহমান লিটন

পথে ঘাটে কোটা,
চায়ের দোকানে কোটা,
ঘরে বাইরে কোটার রাজত্ব,
মিছিলে মিটিং এ কোটা, কোটার দৌরাত্ম
চলছে সর্বোত্র, সর্বো উচ্চতায়।
মনের অলিতে গলিতে কোটা বিরোধী যুদ্ধ চলছে হরদম।
কোটা ধারীরা তারা তো সুবিধা পাবেই।
জন্ম জন্মান্তর! অবাক করে,
সাধারনেরা যাবে কোথায়?
কয়েক জন! আজ  বটগাছের মতো মহিরুহ,
কোটায় শাখা প্রশাখা বেড়েছে।
মূল মরে গেছে অনেক আগেই।
শাখা প্রশাখাই চুষে নিচ্ছে সব রস
আম, জাম, কাঁঠাল, লিচু তাদের অপরাধ কী?
তারা রস পাবে কোথায়?
তারা কী তবে শুকিয়ে মরবে মরুভূমিতে?
উত্তর জানে  সবাই। উত্তর দিতে পারেনা কেউ?
এক প্রবল বলয়ে আটকে গেছে সমস্ত আবেগ ,
অনুভূতি।
আটকা অনুভূতি মায়ের উদরে প্রসব বেদনায় কাঁদে।