জেগে ওঠার আনন্দ
সাঈদুর রহমান লিটন
ভোর বিহানে ঘুম ভেঙ্গে যায়
শিউলি ফুলের গন্ধে,
মনটা আমার নেচে উঠে
পাখি ডাকার আনন্দে।
মসজিদ থেকে আযান শুনি
আমার মনে লাগে দোলা,
মনের ময়লা সাফ করতে
মসজিদ, মন্দির খোলা।
কি যে আমার মজা লাগে
মোরগ ডাকা ভোর,
দ্বার খুলে দেও মা, নয়ত তোমার
খোকা ভাঙ্গবে এবার দোর।
দেখব আমি সবার আগে
সূর্য উঠা ক্ষণ,
মাখব গায়ে নির্মল বায়ু
সতেজ দেহ মন।
কিচির মিচির পাখির সাথে
করব নিত্য মিতালী,
পাখির সুরে আমার সুরে
গাঁথব সুরের গীতালি।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১