আমি সৈনিক হব
সাঈদুর রহমান লিটন
আবার যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ
সকাল বিকাল সন্ধ্যায়, যে কোন সময়।
বিবেক তাড়িত করে যাবে স্রোতের মতো,
মানুষের হৃদয় ভেঙ্গে যাবে নদীর পাড়ের মতো
উপলব্ধি জাগ্রত হবে তুফান বেগে,
স্বাধীনতা কাকে বলে জানিয়ে দিবে প্রকৃতি,
প্রকৃতির হাত ধরে উদযাপন করবো বিজয় দিবস
ফুল ও ফুলেল হয়ে উঠবে দেশ,
আমি তুমি, আমরা পাখির মতো বিচরণ করবো,
এই মাটি, এই বায়ু, এই আলো সবার
এই চলার পথের সবাই সহযাত্রী, এই ষোল তারিখ
কারো নিজস্ব নয়, কারো একার রক্তের নয়,
কারো পৈত্রিক সম্পত্তি ও নয়,
পাঁচ তারিখ রক্ষা করার দায়িত্ব সবার,
এরপর আবার যদি এমন হয়! পাঁচ আগষ্টের মূলমন্ত্র, মূল চেতনায় জাগ্রত হওয়ার
মানসেই যুদ্ধ হবে, সেই যুদ্ধে আমি ও সৈনিক হব।
গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
পোঃ ব্যাসদী গাজনা উপজেলাঃ মধুখালী
জেলাঃ ফরিদপুর ০১৮৪২৫১৩৭১১
saidurrahamanliton6@gmail.com
Post codঃ 7850