হেমন্তের আগমনে
সাঈদুর রহমান লিটন

ভোর বিহানে যায়না দেখা পথের পরে কিছু
যাচ্ছি হেঁটে অন্ধকারে ছায়ার পিছু পিছু,
আবছা আলো চোখের তারা শিশির জলে ভিজে
কোথায় যাই জানিনা তাই ভাবছি নিজে নিজে।

ঘাসের পরে শিশির কনা বিন্দু জমে থাকে,
পায়ের তলা যাচ্ছে ভিজে বলবো আজ কাকে?
চোখের তারা ঝাপসা দেখে, কেমন হলো আজ,
আলোর খোঁজে পরে থাকলো আজকে যতো কাজ।

সূয্যি  মামা ঘুমিয়ে যায় লোক দেখিয়ে বুঝি
আঁধার হতে মুক্তি পেতে কেবল তাকে খুঁজি,
একটু খানি দেরিতে আজ হঠাৎ ভেসে আসে,
কুয়াশা ছেড়ে আকাশ হতে মুচকি হাসি  হাসে।

আগমনির বাজনা বাজে শুনছি কানে কানে
মনের মাঝে হরেক কথা কে'বা কখন জানে।
স্বপ্ন গুলো উড়ছে ঘুরে আশার বাণী বাজে
কাশফুলের শুকনো কাঠি খোঁপায় গুঁজে লাজে।

সন্ধ্যা হলে আবার নামে ধুলোয় ধোঁয়া রোজ,
ইচ্ছা করে এমন কালে করবে কেহ খোঁজ।
যায়না চেনা আপন পর আঁধার নামা ক্ষণ
হারিয়ে যায় চোখের দেখা উথলে উঠা মন।


সহকারী শিক্ষক
গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়
মধুখালী, ফরিদপুর।
০১৭৩২৩৩৬৭৪৪