হাজার বছরের ব্যর্থতা খুঁজি
সাঈদুর রহমান লিটন

আমি কাউকে দুঃখ, কষ্ট  দেই না
কেউ চোখ রাঙালে আমি স্মিথ হাসি হেসে
চলে আসি।
আমার দ্বারা আঘাত পাক কাম্য নয়।
একশত তিন ডিগ্রী জ্বরের ভিতর কারো নাম
ধরে ডাকি,
ঘরের প্রতিটা আসবাব পত্র দিনের মতো সাক্ষী।
পাশে বয়ে যাওয়া নদী, নদীর ঘাট,
যে গাছের শেকড়ের নিচে চিঠি লেখা থাকতো
গাছটি ব্যাপারী সাহেব অল্প দামে বিক্রি করে দিয়েছে,
এখন কি আর তারা সাক্ষী দিবে?
ভোরের সূর্য, অস্ত যাওয়ার সময় যে রক্তাক্ত রূপ দেখি,
আমার বুকের ভিতর ওর চেয়ে বেশি রক্ত বিরাজ করে।
কেউ দেখার নেই, কেউ বোঝার নেই
হাজার বছর পথ হেঁটে হেঁটে ব্যর্থতা খুঁজে বেড়াই।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৩২৩৩৬৭৪৪