বিড়ির ঠোঙায় গণতন্ত্র প্যাকেট হলে
সাঈদুর রহমান লিটন

গণতন্ত্র বিড়ির ঠোঙায় রাখলে
দুই এক টান মানুষ দিবেই,
সুখ টান দুখ টান,
ভবঘুরে টান,
চোখ উল্টিয়ে টান,
শুয়ে টান, বসে টান
মানুষ টানতেই থাকবে।
নিকোটিন মানুষকে আসক্ত করে তোলে।
গণতন্ত্র সেই খাপে প্যাকেট করলে!
ফুলের সৌরভ সেখানে উড়বেনা
অলি আসবে না,
প্রেমিক আসবে না,
কবি আসবে না,
আসবেনা চণ্ডিদাস, রজকিনী।
আসবেনা পুরিত,ব্রাহ্মণ
বা, কারি- মোল্যা।
আসবে মাতাল,দাঁতাল
মাদকাসক্ত পণ্ডিত।
আসবে গাজাসক্ত, ঢোল -তবলা বাদক,
নৃত্য হবে, বেতাল নৃত্য,
উলঙ্গ নৃত্য, ঢুলঙ্গ নৃত্য
চুল খুলে, চুল বেধে,
কল্কে টেনে, কল্কে হাতে,
গণতন্ত্রের নৃত্য হবে ঢুলুঢুলু,
আসমান, জমিন সমান করে।


গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১