ঘুঘু পাখির গান
সাঈদুর রহমান লিটন
বৃষ্টি শেষে রোদের ঝিলিক
ঠাণ্ডা গরম হাওয়া,
ভালোলাগে ঘুঘু পাখির
মধুর সুরে গাওয়া।
নারকেল গাছের শাখায় বসে
গাচ্ছে মধুর সুরে,
গানের সুরে বন্ধু পাখি
আসছে উড়ে উড়ে।
বৃষ্টি এলে যায় হারিয়ে
দূরের কোনো গায়,
বৃষ্টি ভিজে আপন মনে
বসে থাকে এক ঠাঁয়।
যখন কানে আসতে থাকে
কাতর স্বরে ডাক,
সবার আগে উড়ে আসে
যতই রৌদ্রবৃষ্টি থাক।
গ্রামঃ জগন্নাথদ উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর। ০১৮৪২৫১৩৭১১