স্বাধীনতা মানে রক্তের স্বাদ নেওয়া
সাঈদুর রহমান লিটন

স্বাধীনতার স্বাদ নিচ্ছি
৭১ তো দেখি নাই। অনুভব করি।
মিছিল মিটিং শ্লোগান, বিপ্লব
দাপাদাপি করছে দেশে, আন্দোলন
দাবি দাওয়ার হিরিক মঞ্চায়ন হচ্ছে।
একাত্তরে ও কি এমন ছিলো?
এক সাগর রক্ত,  টগবগ করেছে দেশে
অসংখ্য মা বোনের ইজ্জত।
নগ্ন ইতিহাস এদিক ওদিক হয় বারংবার।
চব্বিশে খোলস পালটে নতুন রূপায়ণ।
সেখানেও এক নদী রক্তের ফোয়ারা,
হাজারো ভাই বোনের প্রাণ।
স্বাধীনতা মানে রক্তের স্বাদ নেওয়া,
কী ভয়ংকর, কী বিভৎস!

সহকারী শিক্ষক
গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়
মধুখালী ফরিদপুর।
০১৮৪২৫১৩৭১১