প্লাবনে মানুষ ও অন্যান্য প্রাণী
সাঈদুর রহমান লিটন

বর্ষার দুর্ভোগ দারুণ কষ্টের,
মানুষ সহ সকল প্রাণীর!
খাদ্য দ্রব্য বাসস্থানের অভাব অবর্ণনীয়
চলাফেরায় বন্যা আসে চোখে, মুখে বুকে।
হিংস্র জন্তু হিংস্রতা ভুলে যায়,
বিরূপ প্রকৃতি ম্লান করে দেয় ক্ষিপ্রতা,
সহবস্থান  করে রাসেল ভাইপার সহ সকল বিষধর প্রাণী।
ভেদাভেদ ভুলে খায়, দায়, শোয় মিলেমিশে।
আর মানুষ ত্রাণ দেয়, ত্রাণ নেয়
অসহায়ত্ব পুঁজি করে গড়ে তোলে টাকার পাহাড়
পোড়া ভাগ্যকে গ্রিলে রূপান্তর করে।
ভাগ্যের চাকার পুরুত্ব বাড়ায়, ঘুর্ণন গতি বেড়ে যায়।
জ্যামিতিক হারে হিসেব করা কঠিন।
মানুষের ভেজা শরীর আরো ভিজিয়ে দেয়,
শুকিয়ে যাওয়া চোখকে পুড়িয়ে দেয়।
সকলের দেহ মনে প্লাবন বয়ে দেয় মানুষ।
বর্ষা অধিক হলে বন্যা হয়, মানুষের ভাগ্যের।
দুর্ভোগ বাড়ে প্লাবনে দুর্ভাগ্যের।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১