দেশ লাউ দুলুনি দুলছে
সাঈদুর রহমান লিটন

কঁচি লাউয়ের মতো আমরা
মুক্ত বাতাসে দোল খাই,
কি দারুণ টলটলে হয়ে ওঠে অবয়ব
গায়ে হাত দিয়ে ছুঁয়ে দিতে মন চায়।
দু'দিন বাদে শাল পোকা পোকায় শাল ঢুকিয়ে দেয়,
লাউ হয়ে যায় ব্যাকাত্যাড়া।
সতেজতা লোপ পায়।
তখন আর আদর করতে মন চায়না,
না খেতে মন চায়!
বুড়ো তেমাথার মতো মনে হয়।
প্রবাদ থাকলেও তেমাথার নিকট থেকে
বুদ্ধি নেয় না কেউ।
আজ দেশটাও লাউ দুলনি দুলছে,
কোথাও শাল ঢুকিয়েছে পোকায়।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালী, জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১