চাষির মনে সোনালি পাগলামি
সাঈদুর রহমান লিটন

হেমন্ত নেচে বেড়ায় ধানের ক্ষেতে
পশ্চিমা বাতাসে বেসুরে নেচে যায়
সোনালী স্বপ্নে।
চাষির বুকে ধরা দেয়, অমারাত্রির সুখ,
ঘরের ধানেই চলে যাবে বছর।
পেট তাড়িত করবেনা চিন্তার বহর,
আপন শক্তিতেই হবে বলিয়ান ক্ষণকাল,
হেমন্তের শেষ রোদে চিকচিক করে ওঠে খুশি,
সোনালি খুশি,  আপন গোলায় বন্দি।
দুঃস্বপ্নরা কাঁদবেনা যন্ত্রণায়,
ফিরবে না বাজার হতে চাল বিহীন
বাড়ির আপন মুখ গুলো থাকবেনা মলিন।
দুর্লভ খুশি হেমন্তের বুকে শীতের ছোঁয়ায়
চাষিমনে ভর করে পাগলামি।

গ্রামঃ জগন্নাথদী পোঃ ব্যাসদী গাজনা
উপজেলাঃ মধুখালি জেলাঃ ফরিদপুর
০১৮৪২৫১৩৭১১