না পড়তে পারা হৃদয়
সাঈদুর রহমান লিটন

ধরো, কাশফুলে ঢেউ খেলছে
তোমার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে পাগলা বাতাসে
বললাম, তোমাকে ভালোলাগে অনন্যা।
তুমি নিরুত্তাপ রইলে নদীর পানে চেয়ে।
অন্তরের ভিতর দেখার কোনো সফটওয়্যার
থাকলে জানা যেতো ভিতরের খবর।

ধরো, লাল শাপলায় ভরে গেছে বিল
মাঝ দিয়ে বইয়ে গেছে পিচ ঢালাই রাস্তা
পাখিরা দাপাদাপি করছে আনন্দে,
বললাম তোমাকে দারুণ লাগছে অনন্যা।
তুমি তাকালে বক্র নয়নে
তোমার চোখের ভাষা পড়ার চেষ্টাই রইলাম।

ধরো, গদখালি মনোয়ারা ফুলের পার্ক থেকে
সবচেয়ে লোভনীয় ফুলটি তোমার খোঁপায় গুঁজে দিলাম,
তুমি মিটিমিটি হাসলে,
তোমার হাসির অর্থ কি কোন অভিধানে পাওয়া যাবে
আমি অভিধান খুঁজতে লাগলাম পৃষ্টার পর পৃষ্টা।

সিনিয়র শিক্ষক
গাজনা পূর্ণচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয়
মধুখালী ফরিদপুর।
০১৮৪২৫১৩৭১১